রোহিত শর্মার পরামর্শে পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলতে পেরেছি: যশস্বী জসওয়াল

কেপটাউনে ৭ উইকেটে জয়ের পর যশস্বী জসওয়াল জানালেন, অধিনায়ক রোহিত শর্মার পরামর্শে তিনি পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে শিখেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের জোরে ফিরে এসেছে ভারত। কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়া বাহিনীর ব্যাটিং অর্ডার। এরপর ৭ উইকেটে জয় পায় ভারত।
এক সাক্ষাৎকারে যশস্বী বলেন, ‘রোহিত ভাই আমায় শিখিয়েছে কি করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে হয়। এছাড়াও এই সিরিজ থেকে আমি একটি বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছি। পিচ থেকে পরিস্থিতি সবকিছুই আলাদা ছিল। সুতরাং খুব আনন্দের সঙ্গে শিখেছি। ব্যাটিংয়ের ঠিক কোন জায়গায় আমায় উন্নতি করতে হবে সেই সম্পর্কেও বেশকিছু বুঝতে পেরেছি।’
যশস্বী আরও বলেন, ‘দেখুন আমার ব্যাটিং নির্ভর করবে পুরোপুরি পরিস্থিতির উপর। প্রথমদিনে যেরম ব্যাটিং করেছিলাম, শেষদিনে সেরাম নাও হতে পারে। যেমন অবস্থা হবে ঠিক তেমনি ব্যাটিং করবো আমি। আমাকে বিরাট কোহলিও প্রচুর সাহায্য করেছেন এই ক্ষেত্রে। রাহুল স্যারও আমায় লাগাতার উপদেশ দিতেন। উনি আমায় বলেছেন যে যদি কঠিন পরিস্থিতিতে যদি বল আমার শরীরে লাগে এবং আমি যদি তার মধ্যেও ক্রিজে টিকে থাকি, তাহলে আমি ভালো করছি। আসলে সত্যি বলতে গেলে উনি আমায় বলেছেন আমি যেরকম ব্যাট করি ঠিক সেরমভাবেই ব্যাট করে চলতে।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের বোলাররা দাপট দেখিয়েছেন। মহম্মদ সিরাজ ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। জসপ্রীত বুমরাহ ৬ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন।