খরচ হয়েছে নামমাত্র, ছোট্ট বয়সেই বাইক তৈরি করে তাক লাগাল একাদশ শ্রেণির ছাত্র রূপম

ছোট থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী রূপম সরকার। মাধ্যমিক পাশ করার পর নিজের হাতে একটি বাইক তৈরি করার ইচ্ছে ছিল তার। বাবার পুরনো বাইকের ইঞ্জিন খুলে নতুন আঙ্গিকে একটি বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সে।
বারুই থানার বাতিকার অঞ্চলের বাসিন্দা রূপম। তাঁদের বর্তমান ঠিকানা বোলপুর শ্রীনিকেতন ব্লকের শুরুল গ্রাম। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন রূপম ও তাঁর পরিবার। মাধ্যমিকে ভালো ফলাফলের পর রূপম বাইক তৈরির কাজে হাত দেন।
বাইকের নাম দেওয়া হয়েছে ভেনম। এটি তৈরি করতে রূপম ব্যবহার করেছেন পিভিসি পাইপ, মেসিনারি বোর্ডসহ বিভিন্ন জিনিসপত্র। দাবি করেন, মাত্র ছয় হাজার টাকায় বাইকটি তৈরি করেছেন।
রূপমের এই উদ্ভাবনী শক্তির প্রশংসা করেছেন তার পরিবার ও শিক্ষকরা। ছেলের কর্মকাণ্ড নিয়ে ইন্দ্রনারায়ণ সরকার বলেন, “এই বয়েসে ছেলে যা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে ওকে বলা হয়েছে আগে পড়াশোনাকে প্রাধান্য দিতে।”
বিশ্বভারতীর শিক্ষক মহম্মদ মোজাহারুল হামিদ বলেন, “বিশ্বভারতীতে হাতে-কলমে শিক্ষা দেওয়াকে প্রাধান্য দেওয়া হয়। কারণ বীন্দ্রনাথ ঠাকুর এমন শিক্ষা ব্যবস্থাই চেয়েছিলেন। রূপম যে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তবে ওকে বলেছি লাইসেন্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে এবং হেলমেট অবশ্যই পরতে।”