OMG! বাড়িতে রাখা সাড়ে ৪ লাখ টাকা চিবিয়ে খেল পোষা কুকুর, মাথায় হাত মালিকের

বাড়ির কিছু কাজ করানোর জন্য ব্যাংক থেকে নগদ অর্থ তুলেছিলেন এক দম্পতি। তবে ঠিকাদারের কাছে সেই অর্থ দেওয়ার আগেই তা চিবিয়ে খেল তাদের পোষা কুকুর। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সেসিল নামের সাত বছরের কুকুরটি তার মনিবের চার হাজার ডলার (৪ লাখ ৩৮ হাজার টাকা) চিবিয়ে খায়। এরমধ্যে ৪৫০ ডলার না পাওয়া গেলেও বাকি অর্থগুলো ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।

ক্ল্যাটন ও ক্যারি ল দম্পতি জানান, তারা ঠিকাদারকে অর্থ দেওয়ার জন্য ডলারগুলো তুলেছিলেন। বাড়িতে নিয়ে আসার ৩০ মিনিট পর তারা দেখতে পান যে, তাদের পোষা কুকুর ডলারগুলো চিবিয়ে খাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিটসবার্গ সিটি পেপারকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারি ল বলেন, হঠাৎ ক্লেটন চিৎকার করে বলল যে, সিসিল ৪ হাজার ডলার খেয়ে ফেলছে। এটি শুনে আমার হার্ট অ্যাটাকের দশা হয়েছিল।

ক্যারির স্ত্রী জানান, সেসিল সাধারণত ভাল আচরণ করে। সে কখনোই আমাদের প্রয়োজনীয় কোনো কিছু স্পর্শ করেনি।

এ ঘটনা ব্যাংকে জানানোর পর কর্তৃপক্ষ জানায়, যেসব ডলারে সিরিয়াল নম্বর আছে সেগুলো তরা ফেরত নেবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কুকুরটিকে ছোট থেকেই পুষছেন ল পরিবার।