BigNews: সরকারি কর্মীদের জন্য সুখবর! DA নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা কার্যকর করে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন।
এতে আরও বলা হয়েছে, রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ-র ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা বৃহস্পতিবার কার্যকর হল।
এত দিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তাঁরা পাবেন ১০ শতাংশ হারে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান।
এবার ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী।
তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, “আমরা সরকারি কর্মচারীরা খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেন, “সম্পূর্ণ ডিএ-র দাবিতে আমাদের আন্দোলন চলবে।”