প্রেমের টানে ১৫০ কিলোমিটার পথ পাড়ি, গ্রামবাসীদের চাপে বিয়ে করতে বাধ্য হলেন যুবক

বিহারের জামুই জেলার জাভাতরি গ্রামে রং নাম্বারের সুবাদে পরিচয় হয়েছিল আরতি কুমারী ও রামসেবকের। চার বছর ধরে ফোনে কথা বলার পর তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রেমের টানে প্রায় ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রামসেবক আরতির সঙ্গে দেখা করতে আসতেন।
একদিন আরতির সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন রামসেবক। গল্প করার সময় তা দেখে ফেলেন প্রেমিকার গ্রামের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা দু’জনকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দিয়েছিলেন। বিয়ের সম্মতি না জানালে, মুক্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।
প্রেমিক রামসেবক মুক্তি দেওয়ার জন্য বারবার আবেদন করলেও, তা মানতে রাজি হননি গ্রামবাসীরা। অবশেষে বিয়ে করতে রাজি হয়েছিলেন যুগল। এরপর তাদের চারহাত এক করা হয়েছিল।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা হাজির ছিলেন। আরতির পরিবারের সদস্যরাও এই বিয়েতে খুশি ছিলেন।
আরতি ও রামসেবকের প্রেমকাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ এই জুটির সুখী জীবনের প্রার্থনা করেছেন।