শিলিগুড়ি: ২২ টির মধ্যে ১২ টি গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমূল, BJP পেয়েছে ৩৭ টি আসন
June 29, 2022
আজ বুধবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা।ভোট গণনার ফলাফল নিয়ে উৎসাহী দলীয় কর্মী থেকে স্থানীয় এলাকার মানুষরা। সকাল থেকে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। আসনের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। অপরদিকে খাতা খুলেছে বামফ্রন্ট ও কংগ্রেস।
ভোট গণনায় ইতিমধ্যে ২২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১৭ আসনে জিতেছে তৃণমূল। বিজেপির দখলে রয়েছে ৩৭ টি আসন। বামফ্রন্ট জিতেছে ৩ টি আসনে। অপরদিকে কংগ্রেস জিতেছে ৬ টি গ্রাম পঞ্চায়েতের আসনে। নির্দল জিতেছে ২ টি আসনে।
শেষ পাওয়া খবর পর্যন্ত ইতিমধ্যে ২২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২ টি দখল করেছে তৃণমূল। এখনো গণনা চলছে জোর কদমে। তবে ফলাফল খুব একটা বড় পরিবর্তন হবেনা বলে মনে করা হচ্ছে। নিজ দলের জয়ে খুশি দলীয় কর্মীরা জায়গায় জায়গায় করছে বিজয় উৎসব।