মদ কেনার টাকা না দেওয়ায় মাকে খুন, গ্রেফতার ছেলে
December 25, 2023

মদ কিনতে টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের লাতুর জেলায় এ ঘটনা ঘটে।
গত শুক্রবার রাতে সাতালা গ্রামের আহমেদপুরে এমন ঘটনা ঘটে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দিনেশ্বর রাগ করে ফসল কাটার যন্ত্র দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মা মারা যায়।
পুলিশ জানায়, দিনেশ্বর নাথরাও মুন্ডে মদ কেনার জন্য মা সংগীতা নাথরাও মুন্ডের কাছে টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনার পর দিনেশ্বর ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যায়। একদিন পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতে এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে।