SPORTS: ২৪.৭৫ কোটি টাকা খরচ করে মাথাই নষ্ট KKR -এর , IPL খেলতে পারবেন না স্টার্ক?

কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪ নিলামে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়ে ইতিহাস গড়েছে। এই খবরটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভূয়ো খবর ছড়িয়ে পড়ে যে অ্যালিসা হিলি সন্তানসম্ভবা এবং আগামী এপ্রিলে তিনি সন্তান প্রসব করবেন। ফলে স্টার্ক আইপিএল টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না।

এই খবরটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মধ্যে ব্যাপক হতাশা ছড়িয়ে পড়ে। তবে এই খবরটি সম্পূর্ণ ভুল বলে জানা গেছে। অ্যালিসা হিলি বর্তমানে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে ভারতে রয়েছেন। তিনি সন্তানসম্ভবা নন।

আইপিএল নিলামের পর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিচেল স্টার্ক বলেন, “আমি এই প্রত্যাশার দাম রাখতে পারব কি না, তা জানি না। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে অ্যালিসা আপাতত ভারতেই রয়েছেন। ফলে অস্ট্রেলিয়ায় খবর এসে পৌঁছনোর কিছুটা আগেই আমি যাবতীয় খবর পেয়ে যাচ্ছিলাম। আমি টাকার অঙ্কটা দেখার আগেই ও দেখতে পাচ্ছিল। ফলে ওর থেকে আমি আপডেটস নিচ্ছিলাম। তবে হ্যাঁ, এত বেশি পরিমাণ টাকা দেখে আমি কিছুটা অবাকই হয়েছি। কীভাবে এর প্রতিদান দেব, তা নিয়েও এখন থেকে যথেষ্ট রোমাঞ্চিত লাগছে। তবে এমনটাও যে হতে পারে, তা আমি কখনই আশা করিনি। কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।”

মিচেল স্টার্কের আইপিএল খেলা নিয়ে ছড়িয়ে পড়া ভূয়ো খবরটি সম্পূর্ণ অমূলক। অ্যালিসা হিলি সন্তানসম্ভবা নন এবং স্টার্ক আইপিএল টুর্নামেন্টের শুরু থেকেই কেকেআরের হয়ে খেলবেন।