SC,ST,OBC-শংসাপত্র কীভাবে বানাবেন? জানুন আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণির মানুষদের পড়াশোনা, চাকরির ক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। এই সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন একটি জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট। এই শংসাপত্র দেয় রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ।

শংসাপত্র পাওয়ার উপায়:

রাজ্যে এখন চলছে দুয়ারে সরকার শিবির। এই শিবিরে গিয়ে অনগ্রসর শ্রেণির লোকজন কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও স্থানীয় বিডিও অফিসে গিয়েও এর জন্য আবেদন করা যায়।

এখন অনলাইনেও এই জাতিগত শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করা যায়। castecertificatewb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পেজ খুলে জেলা, মহকুমা, ব্লক বা পুরসভার নাম উল্লেখ করতে হয়।

অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:

আবেদনকারীর একটি স্ক্যান করা সাম্প্রতিক ছবি।
আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের নম্বর।
আবেদনকারীর ধর্ম।
যদি আবেদনকারীর বাবা-মা কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটার নম্বর।
স্থানীয় দুজন, যারা আবেদনকারীকে চেনেন তাঁদের নাম এবং ঠিকানা।

কতদিনে অনুমোদন হয়:
সাধারণ আবেদন পাওয়ার ১৫ দিনের মধ্যেই তা মঞ্জুর করা হয়। আবেদন অনুমোদিত হওয়ার পরেই আবেদনকারীকে ওই কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়। এর জন্য একটা টাকাও লাগে না।

অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য কাস্ট সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া এখন অনেক সহজ হয়ে গেছে। দুয়ারে সরকার শিবির, বিডিও অফিস বা অনলাইনে যেকোনো উপায়ে আবেদন করা যায়। আবেদন অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যেই কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়।