OMG! ১ জালেই কোটিপতি! জেলের জালে ধরা পড়ল ১৫৯টি কালো পোপা মাছ

বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এক মৎস্যজীবীর জালে একসঙ্গে ১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়েছে। এই মাছ সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং দামী। এই মাছের বায়ুথলি দিয়ে সার্জিক্যাল সুতো, চামড়া দিয়ে জেলোটিন এবং পাখনা ও পাখনাও বিদেশে রফতানি করা হয়। এই কারণে এই মাছের দাম অনেক বেশি।
মৎস্যজীবীর নাম মোজাম্মেল বহাদ্দার। তিনি শুক্রবার ভোরে সাগরে জাল ফেলেছিলেন। জাল টেনে তোলার পর দেখা যায়, তাতে ১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ৭ থেকে ১০ কেজি।
মোজাম্মেল বহাদ্দার এই মাছগুলির দাম ২ কোটি টাকা হাঁকিয়েছেন। স্থানীয় মাছ ব্যবসায়ীরা দেড় কোটি টাকা দিতে চাইলেও তিনি তা নাকচ করে দিয়েছেন। তিনি চট্টগ্রামের মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে মাছগুলি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। এই মাছ ১.৫ মিটার পর্যন্ত লম্বা এবং ওজনে ৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এর বায়ুথলি দিয়ে সার্জিক্যাল সুতো তৈরি হয়। পুরুষ মাছের বায়ুথলি স্ত্রী মাছের চেয়ে দামে বেশি।
মোজাম্মেল বহাদ্দারের এই ভাগ্য পরিবর্তনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।