কাশ্মীরে মসজিদে নমাজ পাঠের সময় জঙ্গিদের গুলি, ছিন্নভিন্ন প্রাক্তন পুলিশ অফিসারের দেহ

ফের একবার রক্তাক্ত হয়ে উঠল কাশ্মীর। রবিবার সকালে বারামুল্লার গান্টামুল্লায় শেরি বারামুল্লা মসজিদে নমাজ পড়ার সময় অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। গুলিতে ছিন্নভিন্ন হয়ে যায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মহম্মদ সাফির দেহ।
ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭টার দিকে। সাফি মসজিদে নমাজ পড়ছিলেন। সেই সময় মসজিদে ঢুকে পড়ে জঙ্গিরা। তারা সাফির উপর গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। রাজৌরি সেক্টরের পুঞ্চে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ান শহিদ হন দু’দিন আগেই। এদিকে এরপর এনকাউন্টারে তিন জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।
পুঞ্চের ঢেরা কি গলির থানামান্ডি-সুরানকোট এলাকায় জঙ্গিরা রয়েছে বলে বুধবারই খবর পেয়েছিল সেনা। এরপর বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে পাঁচ সেনা জওয়ান শহিদ হন। জঙ্গিদেরও দুইজন নিহত হয় বলে খবর।
বৃহস্পতিবারই সেনা জানিয়েছিল, নিহত সেনাদের মধ্য দু’জনের দেহ মিউটিলেটেড অর্থাৎ তাঁদের অনেক অঙ্গ-প্রত্যঙ্গ দেহ থেকে বিচ্ছিন্ন। ২০১৩ ও ২০১৭-র মতোই এবারও জঙ্গিরা নির্মমতার নতুন মাত্রা যোগ করল।
এই ঘটনায় কাশ্মীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।