দর্জি ‘কানহাইয়ালালের হত্যা’ ইসলাম বহির্ভুত কাজ, জানালো মুসলিম ‘ল’ বোর্ড

আল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড রাজস্থানের উদয়পুরের কানাইয়ালালের হত্যার তীব্র নিন্দা করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দোষারোপ করে হত্যা করা ইসলাম বহির্ভুত কাজ। ইসলাম কখনো এই পদক্ষেপ কে সমর্থন করে না।
সেই সাথে তারা আরও আবেদন জানান যে মুসলিমররা আইন নিজের হাতে তুলে নেবেন না।
প্রসঙ্গত, নূপুরের সমর্থনে মুখ খুলেছেন অনেকেই। উদয়পুরের কানাইলাল-ও নূপুরকে সমর্থন করেছিল।যার শাস্তিস্বরূপ এভাবে কুপিয়ে মারা হল তাকে।ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।ধৃতদের নাম রিয়াজ আখতার ও মহম্মদ গোশ।
এই ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলাত। তিনি বলেন, পুলিশকে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ জানায়, আজ বিকেলে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে কানাইয়ালালের টেলারিং-এর দোকানে প্রবেশ করে। তাদের মধ্যেই একজনের হাতে নিহত হন কানাইয়ালাল। শিউরে ওঠার মতোন এই ঘটনার প্রতিবাদ করছেন আসাউদ্দিন ওয়াইসি। এবিষয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। গাজি স্পিরিটের প্রকাশ স্বরূপ এই মারাত্মক ঘটনার প্রতিবাদে মুখর দেশবাসী। ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে সরব সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।