ADITYA-L1 : নতুন বছরেই মিলবে সুখবর! আদিত্য-এল১ নিয়ে বড় ঘোষণা করলো ইসরো প্রধান

ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১ আগামী ৬ জানুয়ারি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে।
২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সূর্যের উদ্দেশে রওনা দিয়েছিল আদিত্য-এল১। এখনও পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব ঠিক চলছে। মহাকাশে কোথাও বাধা পায়নি আদিত্য-এল১। এরপর একে একে পাঁচবার কক্ষপথ বদলে পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে মহাকাশযানটি।
আদিত্য-এল১ সফলভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী পাঁচ বছর সূর্যের বিভিন্ন অবস্থার ছবি তুলে পাঠাবে। এই ছবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌর বায়ুমণ্ডল সম্পর্কে অনেক কিছু জানা যাবে। পৃথিবীর উপর সৌর বিকিরণের প্রভাব বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে ছবিগুলি।
ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে ‘অমৃত কাল’ চলাকালীন ইসরো একটি ভারতীয় মহাকাশ স্টেশন তৈরি করার পরিকল্পনা করেছে, যাকে ‘ভারতীয় মহাকাশ স্টেশন’ বলা হবে। আদিত্য-এল১ ভারতের প্রথম সূর্যকেন্দ্রিক প্রচেষ্টা। এর ঠিক আগেই ইসরো চন্দ্র অভিযানে সাফল্য পেয়েছিল। চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতই প্রথম দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে অবতরণ করিয়েছে।
আদিত্য-এল১ কী করবে?
সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।
সূর্যকে আরও কাছ থেকে দেখবে, খুঁটিয়ে পরীক্ষা করবে।
সূর্যের সম্পূর্ণ ছবি তুলবে।
সৌরবায়ুর গতিপ্রকৃতি পরিমাপ করবে।
সৌরবাতাসের আয়ন, প্রাথমিক প্রোটন ও আলফা কণাকে মাপবে।
আদিত্য-এল১ এর সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণার জন্য একটি বড় অর্জন। এটি ভারতকে সৌর গবেষণায় একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।