স্ত্রীকে মারধরের অভিযোগ জনপ্রিয় ইউটিউবার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে

বিয়ের এক মাস যেতে না যেতেই স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠল ভারতের জনপ্রিয় ইউটিউবার বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে থানায়। শনিবার সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। চলতি মাসেই বিয়ে করেছেন বিবেক ও ইয়ানিকা।
জানা গেছে, কয়েক দিন আগে বিবেক এবং তার মায়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইয়ানিকা মধ্যস্থতা করতে গেলে বিবেক তাকে মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা গুরুতর চোট পেয়েছেন।
মামলার এজহারে ইয়ানিকা উল্লেখ করে, তাকে একটি ঘরে নিয়ে চুল মুঠি ধরে মারধর করে বিবেক। অভিযোগে দাবি করা হয়েছে, হামলার কারণে তিনি (ইয়ানিকা) ঠিকমতো শুনতে পাচ্ছেন না। বিবেক তার ফোনও ভেঙে দিয়েছেন।
বিবেক ভারতের এক জন জনপ্রিয় ‘মোটিভেশনাল স্পিকার’। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে তার। বিবেক তার ব্যবসার ভিডিও এবং প্রেরণামূলক বক্তৃতার ভিডিওর কারণে ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত। বহু মানুষ বিবেকের ব্যবসা সম্পর্কিত উপদেশ মেনে চলেন।