তরুণদের জন্য সেরা প্রশিক্ষণ ক্ষেত্র IPL, আর্শদীপের অনবদ্য বোলিংয়ে ভারতের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ সিরিজ ড্র এবং একদিনের সিরিজ জয়ের মাধ্যমে বিশ্বকাপের পর প্রথম অ্যাওয়ে সিরিজে দুর্দান্ত প্রভাব ফেলেছে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড।

তিন ম্যাচের একদিনের সিরিজের শেষ ম্যাচে কেএল রাহুল এবং তাঁর দল ৭৮ রানে জয়লাভ করে। ভারতের হয়ে সঞ্জু স্যামসন ১০৮ রানে অপরাজিত ছিলেন। তিলক বর্মা করেন ৫২ রান। আর্শদীপ সিং চার উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্শদীপ বলেন, “পিচ থেকে বোলারদের সবরকম সাহায্য পেয়েছে বলেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রুখে দেওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “আইপিএল সকল তরুণ ক্রিকেটারদের অনেক সাহায্য করেছে এবং আন্তর্জাতিক স্তরে খেলার জন্য প্রস্তুতও করেছে।”

আর্শদীপ বলেন, “যদি আপনি ঠিকঠাকভাবে ব্যাপারটা দেখেন, তাহলে পিচটা প্রথম থেকেই বোলারদের জন্যই ছিল। কখনও বল ধীরে আসছিল, আবার কখনও বল গ্রিপ করতে সুবিধা হচ্ছিল। আমাদের প্ল্যানটা খুবই সহজ ছিল। উইকেট-টু-উইকেট বল করা। ব্যাস এটাই।”

পাশাপাশি আইপিএল নিয়েও মুখ খোলেন আর্শদীপ। তিনি বলেন, “আমাকে এবং আমার মতো আরও তরুণ ক্রিকেটারকে আইপিএল খুব সাহায্য করেছে গড়ে তুলতে। আন্তর্জাতিক ক্রিকেট আর আইপিএল এর মধ্যে আমি বিশেষ কিছু তফাৎ দেখি না। দুটো প্রায়ই এক। আন্তর্জাতিক স্তরে খেলার জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত করেছে। বেটারদের মানসিকতা কেমন হয়, তা পড়তে এখন খুবই সহজ হয়। সত্যি বলতে গেলে আমাদের যে সুযোগ দেয়া হচ্ছে তাতে আমরা খুবই খুশি আমরা সেটা বেশ ভালোভাবেই এবং আনন্দের সঙ্গে উপভোগ করছি এবং আগামীদিনেও মাঠে নিজেদের সবটা দিয়ে দেবো।”

এই সিরিজে ভারতের তরুণ ক্রিকেটাররা নিজেদের মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। তারা প্রমাণ করেছেন যে তারা বিশ্বের যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করতে পারে। আশা করা যায়, এই তরুণ ক্রিকেটাররা আগামীতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্বে আসবেন।