Rahul Gandhi : ‘বিজেপি সাংসদরা পালিয়ে গিয়েছিলেন…’,স্মোককাণ্ডের অভিজ্ঞতা শেয়ার করলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার যন্তর মন্তরে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। সেখানে তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর লোকসভায় নিরাপত্তা বিভ্রাটের ঘটনার পিছনে মূল কারণ হল বেকারত্ব ও মূল্যবৃদ্ধি। তিনি বলেন, “দেশব্যাপী ভয়ংকর বেকারত্ব। আমি একজনকে একটি ছোট সার্ভে করতে বলেছিলাম। যে কোনও শহরে গিয়ে দেখতে বলেছিলাম তরুণ প্রজন্ম মোবাইলে কতক্ষণ সময় ব্যয় করে। আমি শুনে অবাক হয়ে গেলাম, একটি ছোট শহরের ছেলেমেয়েরাও দিনে সাড়ে সাত ঘণ্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথবা মোবাইল ঘাঁটে। কারণ মোদীজি তাদের রোজগারের ব্যবস্থা করেননি। যে সকল তরুণ চাকরি পায়নি তারাই সংসদে চলে এসেছিল।”

রাহুল গান্ধী বলেন, “সেদিন লোকসভা অধিবেশন চলাকালীন আচমকাই কয়েকজন স্মোক স্প্রে করতে থাকেন। সে সময় সমস্ত বিজেপি সাংসদরা ছুটে পালিয়ে গিয়েছিলেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে। কিন্তু, তার চেয়েও বড় প্রশ্ন কেন সেদিন এমন ঘটনা ঘটেছে? উত্তরটা হল বেকারত্ব। সেই নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। যত চর্চা হচ্ছে সবটাই রাহুল গান্ধী কোন ভিডিয়ো রেকর্ড করেছেন, তা নিয়ে।”

তিনি বলেন, “দেশব্যাপী বেকারত্বের হার ৭.৫%। এক কোটি যুবক চাকরি পাওয়ার আশায় সংসদে এসেছিল। কিন্তু, তারা সেখানেও চাকরি পায়নি। তারা হতাশ হয়ে সংসদে স্মোক স্প্রে করে বিক্ষোভ দেখায়।”

রাহুল গান্ধী আরও বলেন, “মূল্যবৃদ্ধিও একটি বড় কারণ। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। যুবকরা তাদের জীবনধারণের জন্য সংগ্রাম করছে। তারা চাকরি পাচ্ছে না, আবার জিনিসপত্রের দামও বাড়ছে। এ কারণে তারা হতাশ হয়ে সংসদে এমন ঘটনা ঘটায়।”

রাহুল গান্ধীর বক্তব্যের মাধ্যমে সংসদের নিরাপত্তা বিভ্রাটের পেছনে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির মতো সামাজিক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই সমস্যাগুলি সমাধান না হলে ভবিষ্যতেও সংসদে এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।