IND W vs AUS W: হাফ-সেঞ্চুরি করে রান-আউট মন্ধনা, অজিদের টপকে বড় রানের পথে ভারত

ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে সফরের একমাত্র টেস্টে দ্বিতীয় দিনের খেলায় ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে যায়। ভারতের প্রথম ইনিংসের স্কোর ৩ উইকেটে ২২৩ রান। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২১৯ রান করেছিল।
দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত প্রথম ইনিংসে লাঞ্চের বিরতিতে ৩ উইকেটে ১৯৩ রান তুলে। স্মৃতি মন্ধনা ৮টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ব্যক্তিগত ৭৪ রানের মাথায় রান-আউট হয়ে সাজঘরে ফেরেন। ১০৬ বলের দাপুটে ইনিংসে স্মৃতি ১২টি চার মারেন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে স্নেহ রানা বড় রানের মুখ দেখেননি। তবে মন্ধনাকে দীর্ঘ সময় ক্রিজে সঙ্গ দেন তিনি। রানা ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান রিচা ঘোষ।
শেষমেশ ৬৩তম ওভারে প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়াকে টপকে যায় ভারত। ৬৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২২৩ রান। রিচা ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৪০ রান করে লড়াই জারি রাখেন। জেমিমা রডরিগেজ ৩টি চার মেরেছেন। ভারতের হাতে লিড় তখন ৪ রানের।
উল্লেখ্য, ভারতের হয়ে ওপেন করতে নেমে শেফালি বর্মা ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। ৫৯ বলের দাপুটে ইনিংসে তিনি ৮টি চার মারেন।
অস্ট্রেলিয়ার হয়ে এপর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন অ্যাশলেই গার্ডনার ও জেস জোনাসেন। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৮ জন বোলারকে আক্রমণে নিয়ে আসে। তবে ভারতের লিড নেওয়ার আগে পর্যন্ত উইকেট পাননি লরেন শিয়াটেল, কিম গার্থ, এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং ও তালিয়া ম্যাকগ্রা।