ফ্রেন্ডশিপ অ্যাপে হয় পরিচয়, দেখা করতেই ব্যবসায়ীর সর্বস্ব ছিনিয়ে নিল প্রতারকের দল

কলকাতার ট্যাংড়ার এক ব্যবসায়ী (২৯) সম্প্রতি একটি ফ্রেন্ডশিপ অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপটিতে তার সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি। তাদের মধ্যে ফোনে এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন হতে থাকে। গত ১৮ ডিসেম্বর বিকেল ৩ টে নাগাদ পার্কস্ট্রিটে দেখা করার প্রস্তাব দেন সেই ব্যক্তি। ব্যবসায়ী সেই প্রস্তাবে রাজি হন।

তারা পার্কস্ট্রিটে দেখা করে হাঁটতে শুরু করেন। এরপর ওই ব্যক্তি ব্যবসায়ীকে একটি ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে যাওয়ার পথেই প্রতারিত হন ব্যবসায়ী। তখন তাকে মারধর করে তার কাছ থেকে অভিযুক্তরা ডেবিট কার্ড এবং দামি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর কার্ডের পিন জানাতে বাধ্য করে। সেটি জানার পরেই একাধিক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

পরের দিন থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। তার ভিত্তিতে পুলিশ অপরাধী ষড়যন্ত্র, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে ফ্রেন্ডশিপ অ্যাপের মাধ্যমে দেখা করতে উৎসাহিত করে। পার্ক স্ট্রিটে দেখা করার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩,৪৪,০০০ টাকা তুলে নেয়। দামি মোবাইল ফোনও কেড়ে নেয় তারা।

পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) সৈয়দ ওয়াকার রাজা বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি এবং এই গ্যাংয়ের সঙ্গে জড়িত দু’জনকে ধরার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে এখনও পর্যন্ত একটি দামি মোবাইল ফোন এবং ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।