মমতার খাড়গে প্রস্তাবে ‘অসন্তুষ্ট’ বিহারের মুখ্যমন্ত্রী? ড্যামেজ কন্ট্রোলে নীতীশকে ফোন রাহুলের

বিরোধী জোট ইন্ডিয়া জোটের চতুর্থ দফার বৈঠকে পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ফোনালাপের মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে চলে এসেছে।

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবেন? কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মমতাকে প্রস্তাবে সমর্থন জানিয়ে ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই প্রস্তাবে নাকি অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রধান লালু প্রসাদ যাদব। খাড়গের নাম প্রস্তাবে নাকি দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়েও যান তাঁরা, এমনটাই খবর সূত্রের।

রাহুল গান্ধীর ফোনালাপে নীতীশকে আশ্বস্ত করা হয়েছে যে, তিনি ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মুখ। বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণে কংগ্রেস কোটার মন্ত্রীর সংখ্যা বাড়াতে তিনি তৈরি। তবে মন্ত্রীসভা সম্প্রসারণে দেরি হওয়ার কারণ হিসেবে লালু প্রসাদ যাদবের সিদ্ধান্তহীনতাকেই নীতীশ দায়ী করেছেন।

রাহুল গান্ধীর ফোনালাপের মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি আরও সামনে চলে এসেছে। প্রশ্ন উঠছে জেডিইউ ও আরজেডির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে তো? জেডিইউ ও আরজেডির মধ্যে কি ফাটল ক্রমেই চওড়া হচ্ছে?