টিকিট ছাড়াই ‘বন্দে ভারত’-এ বসে পাবেন সুস্বাদু খাবার! রাতারাতি ভাইরাল রেস্তোরা

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা উপভোগ করতে চান? তাহলে গুজরাটের সুরাট শহরে চলে আসুন। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস থিমের একটি রেস্তরাঁ চালু হয়েছে। এই রেস্তরাঁর ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রায় চার বছর আগে চালু হয়েছিল। এটি দেশের দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি, যা ট্র্যাকের উপর দিয়ে ঘন্টায় 95 কিলোমিটার গতিতে চলে। এই বছর প্রায় 34টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে।

এই রেস্তরাঁটির নাম ‘লা পিৎজা ট্রেনো’। এর ডাইনিং এরিয়া ট্রেনের কোচের মতোই ডিজাইন করা হয়েছে। কোচের ভেতরের আসনগুলোও আপনাকে ট্রেনের কথা মনে করিয়ে দেবে। বন্দে ভারত এর মত এতেও ছোট ইঞ্জিন আছে। যা দিয়ে ট্রেনের ভিতরে আপনাকে খাবার পরিবেশন করা হয়।

এই রেস্তরাঁয় আপনি ভারতীয়, ইতালিয়ান এবং ফরাসি খাবার উপভোগ করতে পারবেন। ভারতীয় স্বাদের কথা বললে, পাঞ্জাব থেকে দক্ষিণ ভারত পর্যন্ত খাবার এখানে পাওয়া যায়। রেস্টুরেন্টটিতে দুই ধরনের স্যুপ, সাত ধরনের চাট, 10 ধরনের স্যালাড, দুই ধরনের গার্লিক ব্রেড এবং তিন ধরনের পিজা -সহ প্রচুর খাবারের বিকল্প রয়েছে।

View this post on Instagram

A post shared by Chatora Ankit (@chatoraankit)

রেস্তরাঁর মালিক জানান, তিনি নতুন কিছু করতে চেয়েছিলেন, সেজন্যই তিনি রেস্তরাঁর এই থিমটি রেখেছেন। তিনি বলেন, “আমি চাই মানুষ স্বাদের পাশাপাশি পরিবেশেও নতুনত্ব পাক। তাই আমি এই থিমটি বেছে নিয়েছি।”

এই আইডিয়াটি রেস্তরাঁর মালিকের পেটেন্ট করা হয়েছে, যাতে ভবিষ্যতে তিনি ছাড়া আর কেউ এই থিম নিয়ে রেস্তরাঁ খুলতে না পারে।