মমতার ঘোষণার পর, সরকারের সর্বনিম্ন ও সর্বোচ্চ পদে কত বেতন বাড়ছে? দেখেনিন হিসেব

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের আগেই সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছেন। এই বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ হার ১০ শতাংশে উন্নীত হয়েছে।
এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ খুশি হলেও, কেউ কেউ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের ডিএ হারের পার্থক্য দূর না হওয়ায় ক্ষুব্ধ।
এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের সরকারি কর্মীদের বেতন বেড়েছে গড়ে ১০০০ টাকা। যেমন, একজন গ্রুপ ডি কর্মচারীর বেতন বেড়েছে ৭০০ থেকে ১৫০০ টাকা, লোয়ার ডিভিশন অ্যাসিসটেন্টের বেতন বেড়েছে ৯২০ টাকা, ব্লকের এক্সটেনশন অফিসারের বেতন বেড়েছে ১২৮০ টাকা, বিডিওর বেতন বেড়েছে ২২৪৪ টাকা, কলকাতা পুলিশের কনস্টেবলের বেতন বেড়েছে ১০০০ টাকা, মহকুমায় থাকা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের বেতন বেড়েছে ১৬৪০ টাকা এবং সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার কর্মচারীর বেতন বেড়েছে ৮০০০ টাকা।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ধাপে ধাপে ২০১৯ সাল পর্যন্ত ডিএ বরাদ্দ বাড়িয়েছে। ২০১৯ সালে এই সরকার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশকে কার্যকরী করে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং পেনশন প্রাপকদের নতুন বেতন ক্রম চালু করেছে। নতুন পে কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার পরে এতদিন রাজ্য সরকার ৬ শতাংশ ডিএ ঘোষণা করেছিল।
এই ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের সঙ্গে মমতা সরকারের মধ্যে দূরত্ব কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।