OMG! নদের ধারে ৩০০ বেওয়ারিশ লাশ, পোঁতার জন্য খোঁড়া হল গর্ত? শোরগোল বাংলায়

তমলুকের ১৮ নম্বর ওয়ার্ডে রূপনারায়ণ নদীর তীরে তিনটি বড় গর্ত খোঁড়ার ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তাঁরা জানতে পারেন, তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ৩০০ বেওয়ারিশ লাশ ওই গর্তে পোঁতা হবে।

এলাকাবাসী গর্ত খোঁড়ার কাজে বাধা দেয়। এরপর তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর বিক্ষোভের মুখে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। পুরসভার বিরোধী নেত্রী জয়া দাস নাগ বলেন, “এটি অত্যন্ত জনবহুল এলাকা। সেখানে লাশ পোঁতা হলে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।”

স্থানীয় তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাস দাবি করেন, তাঁকে লাশ পোঁতার সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তিনি বলেন, “আগে এলাকাবাসীর সঙ্গে কথা বলব। তারপর পরবর্তী পদক্ষেপ নেব।”

পঞ্চম প্যারাগ্রাফ: ঘটনাস্থলে এখনও বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।