OMG! ফেসবুক রিল তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কা, নিহত হলেন ৩ জন

পশ্চিমবঙ্গে সেতুর ওপর ফেসবুক রিল তৈরি করতে গিয়ে একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ৩ জন কিশোর নিহত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে মুর্শিদাবাদ জেলায় একটি রেল সেতুতে ফেসবুক রিল তৈরি করতে যান পাঁচ বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছেন ৩ জন এবং ২ জন শেষ মুহূর্তে জলে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।

ট্রেনের ধাক্কায় মারা যায় আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। ছিন্নভিন্ন ২টি দেহ পড়েছিল লাইনে। ধাক্কার জেরে একজনের দেহ গিয়ে পড়ে নীচের জলে। গুরুতর আহত হয়েছেন রোহিত শেখ ও আকাশ শেখ নামে দুই কিশোর। তারা প্রত্যেকেই একই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র।

কিছুদিন আগে এই সেতুটির সংস্কার করেছে স্থানীয় রেল কর্তৃপক্ষ। তারপর থেকেই সেতুর ওপর রিল তৈরির হিড়িক লেগেছে। সেতুর ওপর সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। তারই রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিতে চেয়েছিল পাঁচ বন্ধু।

সূত্র: এনডিটিভি