বাইপাস থেকে কয়েক মুহূর্তেই এয়ারপোর্ট! বাংলায় শীঘ্রই শুরু হচ্ছে নয়া ফ্লাইওভারের কাজ

কলকাতা বাইপাসের মেট্রোপলিটন ক্রসিং থেকে নিউ টাউন সংলগ্ন মহিষবাথান পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার তৈরির কাজ আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে শুরু হতে চলেছে। এই ফ্লাইওভারটি তৈরির জন্য রাজ্য পূর্ত দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে কেএমডিএ এই প্রকল্পের দায়িত্বে ছিল।
Image of কলকাতা বাইপাসOpens in a new window

কলকাতা বাইপাস

এই ফ্লাইওভারটি তৈরি হলে কলকাতা বিমানবন্দর যাওয়ার ক্ষেত্রে বিস্তর সুবিধা হবে। এছাড়াও চিংড়িহাটা ক্রসিং, সেক্টর ফাইভের যানজট এড়িয়ে নিউটাউনের মুখে পৌঁছনো সম্ভব হবে। সেখান থেকে VIP রোড ধরে বিমানবন্দরে পৌঁছনো অনেক সহজ হবে। পাশাপাশি এই ফ্লাইওভার তৈরি হলে চিংড়িহাটা সেতুর প্রয়োজন অনেকাংশেই কমবে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে এই ফ্লাইওভারটি তৈরি করতে ৭২৭ কোটি টাকা খরচ ধরা হয়েছিল। কিন্তু, এরপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। এই প্রকল্প শুরু ক্ষেত্রে বিভিন্ন বিষয় সামনে এসেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই সময়ের মধ্যে প্রকল্পের খরচ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

ফ্লাইওভার তৈরির কাজ যাতে দ্রুত হয় এবং সমস্ত দিক বিবেচনা করে দেখার জন্য সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়।