Weather: বড়দিনের আগেই গায়েব শীত! আগামী কয়েকদিনে দেশে কেমন থাকবে আবহাওয়া?

বড়দিনের আগেই বদলে যাচ্ছে আবহাওয়া। বছর শেষের সপ্তাহটা ফেস্টিভ মুডেই থাকবে দেশবাসী। অথচ সে সময় শীত গায়েব হওয়ার সম্ভাবনা। বুধবার মন খারাপ করা পূর্বাভাস মিলল মৌসম ভবনের থেকে।

গত ২৪ ঘণ্টায় গোটা দেশের একাধিক রাজ্যের ন্যূনতম তাপমাত্রা ছিল ৪ থেকে মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তালিকায় রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্য প্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহার।

পঞ্জাবের ঠান্ডা আবহাওয়া

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামী তিন থেকে চারদিনের মধ্যে ২ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে দেশের অধিকাংশ রাজ্যের সর্বিনিম্ন তাপমাত্রা। অর্থাৎ ২৫ ডিসেম্বর উৎসবের সময় শীত কার্যত গায়েব হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

দিল্লির ঠান্ডা আবহাওয়া
অর্থাৎ, বড়দিনের দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। উত্তর প্রদেশের লখনউতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াস এবং মুম্বাইতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

এই পরিবর্তনের কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, ভারতের উত্তর-পশ্চিম অংশে একটি উষ্ণ বায়ুপ্রবাহ প্রবেশ করছে। এই বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা বাড়ছে।

শীতের মরসুমের অবসান কি ঘনিয়ে আসছে?

এই পূর্বাভাসের পর অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন। তারা বলছেন, শীতের মরসুমের অবসান কি এবার ঘনিয়ে আসছে?

আবহাওয়াবিদরা বলছেন, এই পরিবর্তন সাময়িক। আগামী ফেব্রুয়ারি মাসের দিকে আবার শীতের তীব্রতা বাড়তে পারে।