“যা দেখতে চেয়েছে, দেখিয়েছি’,-দিনের শেষে হাউ হাউ করে কাঁদলেন বাইরন বিশ্বাসের বাবা

মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে বুধবার দিনভর তল্লাশি চালায় আয়কর দফতর। এদিন সন্ধ্যায় সংবাদমাধ্যমের সামনে এসে বাইরনের বাবা বাবর আলি বিশ্বাস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “আয়কর দফতরের আধিকারিকরা আমাকে যথেষ্ট সন্মান দিয়েছেন। আমার সমাসসেবামূলক কাজের প্রশংসাও করেছেন। ওরা যা যা দেখতে চেয়েছে দেখিয়েছি।”

বাবর আলি বিশ্বাস আরও বলেন, “আয়কর দফতরের কর্মীরা আমার গরীব দরদী মানসিকতার কথা বারবার বলেছেন। তারা বলেছেন, আপনি খুব দয়ালু লোক। আপনি অনেকের সাহায্য করেছেন।”

বাইরনের বাড়িতে তল্লাশির বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, “কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে বরাবরই প্রতিহিংসা দেখে এসেছে তৃণমূল কংগ্রেস। বেছে বেছে তাঁদের দলের নেতাদের বাড়ি, অফিসে আয়কর, ইডি বা সিবিআই হানা দেয় বলেই অভিযোগের আঙুল তুলেছে শাসক দল। এদিন বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর দফতরের হানা নিয়েও একই মত তৃণমূলের।”

তবে আয়কর দফতরের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বাইরন বিশ্বাস গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাগরদিঘি কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২ হাজার ৯৮০ ভোটে হারিয়ে জয়ী হন। যদিও, এর কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।