SPORTS: আইপিএল নিলামে এক ঝটকায় ‘মিলিয়নিয়ার’ জোসেফ, উচ্ছসিত খেলোয়াড়

ভিত্তিমূল্য ছিল ১ কোটি টাকা। সেখান থেকে এক ঝটকায় ‘মিলিয়নিয়ার’ বনে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ২৭ বছর বয়সী পেসার আলজেরি জোসেফ। এই বিশাল অঙ্কে তাকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নিলামে সবার আগে এই ক্যারিবীয় পেসারকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে চেন্নাই সুপার কিংস। এরপর জোসেফকে নিয়ে চেন্নাইয়ের সঙ্গে কাড়াকাড়ি শুরু হয় দিল্লি ক্যাপিটালসের।
এর আগে শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা চেন্নাইয়ে হয়ে খেলতেন। তার ব্যাকআপ হিসেবেই জোসেফকে দলে পেতে চাইছিল চেন্নাই। কিন্তু দিল্লি ছাড় দেওয়ার পাত্র নয়। তারা ফুলটাইম পেসার হিসেবে জোসেফকে দলে ভেড়াতে চাচ্ছিল। ফলে শুরু হয় দর-কষাকষি। দিল্লি জোসেফের দাম তোলে ৩ কোটি টাকা।
দুই দলের কাড়াকাড়ির মধ্যে এরপর যোগ হয় লখনৌ সুপার জায়ান্টস। তারা জোসেফের দাম ৪ কোটি টাকা থেকে বাড়াতে বাড়াতে ৬ কোটি ৪০ লাখ রুটি পর্যন্ত তোলে।
এরপর জোসেফের দিকে হাত বাড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরুতে তারা জোসেফকে ১০ কোটি টাকাতে দলে ভেড়াতে চায়। শেষমেশ এই ক্যারিবীয় তারকাকে সাড়ে ১১ কোটি টাকাতে কিনে নেয় বেঙ্গালুরু। এক মিনিটেই মিলিয়নিয়ার হয়ে গেলেন জোসেফ।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জোসেফের। এর আগে নিকোলাস পুরানের দাম উঠেছিল ১৬ কোটি টাকা। পুরানকে ২০২৩ সালের আসরে এই অর্থ দিয়ে কিনে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস।