SPORTS: বিক্রি হননি হৃতিক, তবে শাহরুখ খানের দাম উঠলো সাড়ে ৭ কোটি

না, কোনো বলিউড সিনেমার কাস্টিং নয়। আইপিএল যারা নিয়মিত ফলো করেন, তাদের কাছে বেশ পরিচিত নাম শাহরুখ খান। ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন বোলিংটাও পারেন। গতবার খেলেছেন পাঞ্জাব কিংসে।

অফস্পিনিং অলরাউন্ডার হৃতিক রোশনকেও আইপিএলে খেলেছেন। গতবার ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সেবার তার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ টাকা। তবে হৃতিকের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।

শাহরুখ খান অবশ্য ভালো দামেই বিক্রি হয়েছেন। তার ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ টাকা। গতবারের দল পাঞ্জাব কিংস তাকে ৪০ লাখেই প্রথম বিড করে। তারপর সে বিডে যোগ দেয় গুজরাট টাইটান্স।

দ্রুত এক কোটির বিড ক্রস করে শাহরুখের। তারপর সেটা বাড়তে থাকে। কিংস ৪ কোটি বলেছিল। সেখান থেকে ৫ কোটি, ৬ কোটি দাম উঠতে উঠতে গিয়ে থামে ৭ কোটি ৪০ লাখ টাকাতে। প্রায় সাড়ে সাত কোটিতে শাহরুখকে কিনে নেয় গুজরাট টাইটান্স।