কে হবেন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ? মমতা বললেন…মনের কথা!

ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক আজ, ১৯ ডিসেম্বর, মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হবে। বৈঠকে আসন সমঝোতা ও প্রধানমন্ত্রী মুখ নিয়েই আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন জোটের শীর্ষ নেতারা। এদের মধ্যে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি নেতা তেজস্বী যাদব, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা সুপ্রিয় বসু প্রমুখ।
বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। গত তিনটি বৈঠকে আসন সমঝোতা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এবারের বৈঠকে এই ইস্যুতে মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী মুখ নিয়েও বৈঠকে আলোচনা হবে। তবে এই ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০২৪ সালের লোকসভা ভোট হয়ে যাওয়ার পর এই ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইন্ডিয়া জোটের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে, ‘ম্যায় নহি, হাম’ স্লোগানটিকে। এই স্লোগানের অর্থ হল, “আমি নই, আমরা”। এই অ্যাজেন্ডা নিয়েই ভোটে লড়তে চায় ইন্ডিয়া জোট।
ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে আসন সমঝোতা ও প্রধানমন্ত্রী মুখ নিয়ে আলোচনা জোরদার হবে। তবে এই দুই ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম।