বাংলাদেশে বড় নাশকতার ছক? ফের ট্রেনে আগুন, ঘটনাস্থলে মৃত ৪

ফের নাশকতার ঘটনা ঘটলো বাংলাদেশে। এবার ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানো হয়। আগুনে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে আসার পরেই যাত্রীরা তিনটি বগিতে আগুন দেখতে পান। তাদের চিৎকার শুনে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, আগুনে একজন মহিলা, একজন শিশু এবং দুই জন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে আসার পরেই যাত্রীরা তিনটি বগিতে আগুন দেখতে পান। তাদের চিৎকার শুনে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ এটিকে একটি নাশকতা বলে মনে করছে।

এই ঘটনার আগেও বাংলাদেশে একাধিক ট্রেনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ৩১ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ২৮টি নাশকতার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন সামনে আসায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটতে পারে।