OMG! ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু, সতর্কতা জারি করলো প্রশাসন

কয়েক সপ্তাহ মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের সংলগ্ন উপদ্বীপ রিকজানিসে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর আগে প্রায় চার হাজার মানুষকে আশেপাশের জায়গা থেকে সরিয়ে নেয়া হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০ টা ১৭ মিনিটে শহরের উত্তরে অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল।
রাজধানী রেইকিয়াভিকের আশেপাশের অঞ্চলে অক্টোবরের শেষের দিক থেকে ঘন ঘন ভূমিকম্প দেখা দেয়।

জানা গেছে, ১৪ ঘণ্টার মধ্যে ৮০০টি ভূমিকম্পও অনুভূত হয়েছিল। এরপর জরুরি অবস্থা জারি করেছিল দেশটির সরকার। বিবিসি জানিয়েছিল, অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে ২০ হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তখনই আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের পূর্বাভাস বলে আশঙ্কা করা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের এক ঘণ্টা পর আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে। সঠিক অবস্থান ও অগ্ন্যুৎপাতের ধরণ নিশ্চিত করতে একটি কোস্টগার্ড হেলিকপ্টার ওই এলাকায় পাঠানো হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, অগ্ন্যুৎপাতটি গ্রিন্ডাভিকের উত্তর-পূর্বে প্রায় ৪ কিমি (২.৫ মাইল) দূরে শুরু হয়েছে। আগ্নেয়গিরির ফাটলের দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার, লাভা প্রতি সেকেন্ডে প্রায় ১০০ থেকে ২০০ ঘনমিটার বেগে প্রবাহিত হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।

তারা আরো জানায়, সাম্প্রতিক বছরগুলোতে রেকজেনেস উপদ্বীপে আগের অগ্ন্যুৎপাতের তুলনায় এটি বহুগুণ বেশি।

সিভিল ডিফেন্সের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জাতীয় সম্প্রচারকারী আরইউভিকে বলেছেন, খুব দ্রুত অগ্ন্যুৎপাত শুরু হয় এবং এটির আকার বেশ বড়। আগ্নেয়গিরির বড় ফাটল থেকে লাভা সব দিকে প্রবাহিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

শহরের একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, গ্রিন্ডাভিকের দিকে আকাশের অর্ধেক লাল আলোয় আলোকিত হয়ে পড়ে। তিনি বলেন, ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তাই পুলিশ লোকজনকে এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসডোটির বলেছেন, তিনি স্থানীয়দের পাশে আছেন এবং ভয়াবহ ঘটনা সত্বেও তিনি সবচেয়ে ভালোটির জন্য আশা করছেন। প্রেসিডেন্ট গুডনি জোহানেসন বলেছেন, জীবন রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। তবে কাঠামো রক্ষার জন্যও সর্বাত্মক প্রচেষ্টা করা হবে।