বদলে ফেলা হবে সব পুরনো ট্যাঙ্ক, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত রেলের

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক বিপর্যয়ের পাঁচদিন পর পূর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে, স্টেশনে এবং প্ল্যাটফর্মে থাকা সব জলের ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। এই ট্যাঙ্কগুলির বেশিরভাগই পুরনো এবং ক্ষয়প্রাপ্ত। বর্ধমানের ঘটনায় চারজনের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের তিনটি ডিভিশনে মোট ৬০টি জলের ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে ১২টি প্ল্যাটফর্মে এবং ৪৮টি স্টেশন চত্বরে রয়েছে। আগামী এক বছরের মধ্যে এই সব ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে।

এদিকে, যাত্রীরা বলছেন, এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। কারণ তাহলে বর্ধমানের ঘটনা ঘটত না। পূর্ব রেল বলছে, এখন থেকে যেসব জলের ট্যাঙ্ক আছে সেগুলিতে দরকার হলে দিনে দুবার জল ভরা হবে। তাছাড়া কোনওরকম রক্ষণাবেক্ষণের দরকার আছে কি না সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা একটি জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। এই ট্যাঙ্কটি ১৮৯০ সালে তৈরি হয়েছিল। ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ইতিমধ্যেই জলের ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার ব্যবস্থা করা হয়েছে। এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে। তবে এখন রোজকার পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ চলবে।”