Dunki: বেশিরভাগ শো হাউজফুল, টিকিটের দামও আকাশ ছোঁয়া! দর্শকদের মাঝে বাড়ছে ‘ডাঙ্কি’র চাহিদা

২০২৩ সালের তৃতীয়বার পর্দায় আসছেন বলিউডের কিং খান শাহরুখ খান। ২০১৮ সালে জিরো মুক্তির পর দীর্ঘ বিরতির পর পরপর তিনটি ছবিতে অভিনয় করলেন তিনি।

প্রথমে মুক্তি পায় পাঠান, যা ভারতে ৫০০ কোটি রুপির ব্যবসা করে। বিশ্বব্যাপী ছবির আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এরপর মুক্তি পায় জওয়ান, যা পাঠানের রেকর্ড ভেঙে ১১০০ কোটি রুপির ব্যবসা করে।

এবার মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের ডাঙ্কি। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু এবং ভিকি কৌশল।

কলকাতায় ডাঙ্কির টিকিট বিক্রির চিত্র দেখে বোঝা যাচ্ছে, ছবিটি মুক্তির আগেই ব্যাপক সাড়া ফেলেছে। টলিবাংলা বক্স অফিসের তথ্য অনুযায়ী, কলকাতার মাল্টিপ্লেক্সগুলোতে ডাঙ্কির টিকিট বিক্রির হার প্রায় ৬০%।

ডাঙ্কি একটি অ্যাকশন-কমেডির ছবি। ছবিতে চার বন্ধুর গল্প দেখানো হবে যারা বেআইনিভাবে ভারত থেকে লন্ডনে পাড়ি জমায়। তাদের এই যাত্রায় নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

ডাঙ্কির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর। ছবিটি মুক্তির দিনই বক্স অফিসে সংঘর্ষ করবে প্রভাসের সালার-এর সঙ্গে।