বিশেষ: দেশের নামী ক্রিকেটারের স্ত্রী বাংলার এই ‘মাসুম’ কন্যে, যদিও পরবর্তীতে টেকেনি সংসার!

হাসিন জাহান হলেন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার মহম্মদ সামির স্ত্রী। তিনি ২০১২ সালের আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার হিসেবে কাজ করতেন। সেই সময়ই সামির সঙ্গে তাঁর পরিচয় হয় এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন।

হাসিন জাহান একজন সুন্দরী ও প্রতিভাবান নারী। তিনি মডেলিং ও অভিনয়েও সফল। তিনি ২০১৬ সালে “বঙ্গবিজেতা” নামে একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন।

হাসিন জাহান ও সামিরের একটি মেয়ে রয়েছে। তাদের মেয়ের নাম আইরা।

হাসিন জাহান একজন সাহসী ও সৎ নারী। তিনি সামিরের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সামিরকে ভারতীয় ক্রিকেট দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।

View this post on Instagram

A post shared by Haseen Jahan (@hasinjahanofficial)

ছাদ আলাদা হলেও, এখনও দুজনের ডিভোর্স চূড়ান্ত হয়নি। সেই প্রক্রিয়া আদালতে বিচারাধীন। হাসিন-শামির দাম্পত্য কলহ আজকের নয়। দীর্ঘদিন ধরে তাঁদের ডিভোর্স মামলা আদালতে ঝুলে রয়েছে।

বর্তমানে হাসিন জাহান কলকাতায় তার মেয়েকে নিয়ে থাকেন। তিনি একজন সফল মডেল ও অভিনেত্রী।