পাকিস্তানে নিজের বাড়িতে অসুস্থ দাউদ ইব্রাহিম? জেনেনিন এখন কেমন আছেন কুখ্যাত এই ডন?

সোশ্যাল মিডিয়ায় দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবর ঘিরে জল্পনা চলছে। প্রথমে খবর ছড়িয়ে পড়ে যে তিনি করাচির একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। পরে আবার বলা হয় যে তিনি ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার খবর

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, সোশ্যাল মিডিয়ায় দাউদ ইব্রাহিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। খবরের সূত্র অনুসারে, তিনি করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও খবর ছড়িয়ে পড়ে।

এই খবর ছড়িয়ে পড়ার পর মুম্বাই পুলিশও দাউদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। জানা যায়, দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।

ফুড পয়জনিংয়ের খবর

এরই মধ্যে, দাউদের স্বাস্থ্য নিয়ে নতুন আপডেট সামনে আসে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগের খবরটি আসলে গুজব। আসলে তাঁর ফুড পয়জনিং হয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, ফুড পয়েজনিংয়ের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন দাউদ। হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর।

বাড়িতে চিকিৎসাধীন

ওই প্রতিবেদন থেকে জানা যায়, তিন দিন ধরেই দাউদের শরীর ভালো ছিল না। বারবার বমি করছিলেন তিনি। সেকারণে খুব দুর্বলও হয়ে পড়েন। ১০২ জ্বরও ছিল।

একাধিকবার বমি হওয়ায় বাড়িতে চিকিৎসক ডাকেন তাঁর পরিবারের সদস্যরা। এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি যে বিছানা থেকে উঠে বসার ক্ষমতাও ছিল না তাঁর।

বাড়িতেই ট্রিটমেন্ট শুরু করেন চিকিৎসকরা। নিরাপত্তার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি বলে দাবি।

করাচিতে নিজের বাংলোতেই চিকিৎসা চলছে দাউদের। বাংলোর প্রথম তলাটিতে হাসপাতালের মতো সব ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্যের উন্নতি

তিন দিন চিকিৎসার পর দাউদের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে খবর। বর্তমানে তাঁকে সম্পূর্ণ বেড রেস্টের পরমার্শ দিয়েছেন চিকিৎসকরা।

জল্পনা

দাউদ ইব্রাহিম চলতি মাসের ২৬ তারিখ জন্মদিন পালন করবেন। এর জন্য একটি পার্টিরও পরিকল্পনা করা হয়েছে বলে খবর। বিশেষ অতিথিদের করাচিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর মিলেছে।

এর মধ্যেই মোস্ট ওয়ান্টেট আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে যায়।

তবে এখনও পর্যন্ত দাউদের অসুস্থতার বিষয় নিয়ে সরকারিভাবে পাকিস্তানের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত দাউদ সংক্রান্ত কোনও তথ্য জানায়নি ইসলামাবাদ। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ভারত সরকারও। তাতে অবশ্য জল্পনা থামছে না।