হার্ট অ্যাটাক থেকে ছোটা শাকিলের কলকাঠিতে খুনের ষড়যন্ত্র! ডন দাউদের কপালে এবার কী?

ভারতের সবচেয়ে খোঁজে থাকা অপরাধী দাউদ ইব্রাহিমের আবারও অসুস্থতার খবর সামনে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, পাকিস্তানের করাচি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি তিনি। এমনকি, বিষ খাইয়ে খুনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে, এই খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। দাউদের ঘনিষ্ঠজনেরা এই খবর অস্বীকার করেছেন। তাঁর ভাই আনিস ইব্রাহিম বলেছেন, দাউদ সুস্থ আছেন।

দাউদের অসুস্থতার খবর নতুন নয়। এর আগেও একাধিকবার তার অসুস্থতার খবর সামনে এসেছে। ২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও রটে গিয়েছিল।

দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালে মুম্বাইয়ে हुए ধারাবাহিকের বিস্ফোরণের মাস্টারমাইন্ড। এই ঘটনায় ১৯৯ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। বিস্ফোরণের পর থেকেই দাউদ পলাতক।

পাকিস্তান দাউদের অস্তিত্ব স্বীকার করে না। তবে, দেশি বিদেশি নানা গোয়েন্দা সংস্থা ও সংবাদ মাধ্যম দাউদের করাচির ক্লিফটন হাউসে থাকার খবর প্রকাশ করেছে।

দাউদের অসুস্থতার খবরের সত্যতা যাই হোক না কেন, এটা নিশ্চিত যে তিনি এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে খোঁজে থাকা অপরাধী।