বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, জেনে নিন স্বরভেদ মন্দিরের বিশেষত্ব?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তর প্রদেশের বারাণসীতে স্বরভেদ মন্দির উদ্বোধন করেছেন। মন্দিরটি সাত তলা বিশিষ্ট এবং এর আয়তন ৩ লাখ বর্গফুট। মন্দিরের দেয়ালে খোদাই করা রয়েছে স্বরভেদ থেকে ৩১৭৩টি শ্লোক। মন্দিরটি মারকানা মার্বেল দিয়ে তৈরি এবং এর চূড়ায় ১২৫ পাপড়ির পদ্মের গম্বুজ রয়েছে।

মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্য পদাধীকারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এই মন্দির দেশের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি বিশ্বের মানুষের কাছে ভারতের আধ্যাত্মিকতাকে প্রচার করবে।”

স্বরভেদ মন্দির বারাণসী শহর থেকে ১২ কিলোমিটার দূরে উমরাহাতে অবস্থিত। মন্দিরের নামকরণ করা হয়েছে সদগুরু শ্রী সাদাফল দেওজি মহারাজের লেখা একটি আধ্যাত্মিক পুস্তক থেকে। সাদাফল দেওজি বিহঙ্গম যোগের প্রতিষ্ঠাতা।

প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফর

প্রধানমন্ত্রী মোদীর এই সফর ছিল দুই দিনের। সফরের প্রথম দিনে তিনি বারাণসীর বিকাশিত ভারত সংকল্প যাত্রার উপর ভিত্তি করে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেন। দ্বিতীয় দিনে তিনি স্বরভেদ মন্দির উদ্বোধন করেন।

প্রদর্শনীতে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। তিনি উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী স্বয়মনিধি, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা ইত্যাদির সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। প্রদর্শনীতে শিক্ষার্থী এবং সুবিধাভোগীদের সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে উচ্ছ্বসিত দেখাচ্ছিল। তিনি বিভিন্ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সুবিধাভোগীদের অভিজ্ঞতা ও তাঁদের জীবনের পরিবর্তন সম্পর্কে নানা কথা শোনেন।

প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরটি ছিল অত্যন্ত সফল। তাঁর সফর থেকে রাজ্যবাসীরা অনেক কিছু শিখতে ও জানতে পেরে খুশি হয়েছেন।