ইডেনের গ্যালারি থেকে উদ্ধার CAB কর্মীর পুত্রের মৃতদেহ, তদন্ত শুরু করলো পুলিশ

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম ধনঞ্জয় বাড়িতে। তিনি ওড়িশার বাসিন্দা। ইডেনে তাঁর বাবা ও কাকা গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত।

ঘটনাপ্রবাহ:

সোমবার সকালে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের K ব্লক গ্যালারি থেকে ধনঞ্জয়ের মৃতদেহ দেখতে পান স্টেডিয়ামের কর্মরত শ্রমিকরা। এরপর সিএবি-র এক কর্মী পুলিশকে খবর দেন। ময়দান থানা থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশের তদন্ত:

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ধনঞ্জয়ের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। তিনি আত্মহত্যা করেছেন কিনা, নাকি তাঁকে অন্য কেউ হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

মাঠের নিরাপত্তা:

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের গ্যালারি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, যুবকের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুবকটি মানসিক অবসাদে ছিল কিনা, কারও সঙ্গে ঝামেলা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এক যুবকের রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।