বিয়ে করতে এসে পাত্রী ‘হাপিস’! হবু বউয়ের খোঁজে থানায় ছুটলেন বর

বিয়ের মরসুম চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিয়ের অনুষ্ঠান চলছে। কিন্তু পূর্ব বর্ধমান জেলায় ঘটল এমন এক ঘটনা যা শুনে সকলে অবাক হয়ে গেলেন। বিয়ের সাজে বরকে থানায় যেতে হল!

রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এই ঘটনা ঘটেছে। নয়ন ঘোষ নামের এক যুবক বিয়ের সাজে থানায় আসেন। তিনি অভিযোগ করেন যে, তাঁর সঙ্গে বিয়ের কথা ছিল এক যুবতীর। কিন্তু বিয়ের দিন এসে ওই যুবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

বরের অভিযোগ:

নয়ন ঘোষের দাবি, তিনি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। অনলাইনে তাঁর সঙ্গে বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা বিউটি ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হয়। ছয় মাস ধরে তাঁদের অনলাইনে কথাবার্তা হচ্ছিল। মাঝে একাধিকবার দেখাও হয়েছে। বিউটি জুরানপুর ডাক বিভাগে চাকরি করেন বলে নয়নকে জানিয়েছিলেন।

নয়ন বলেন, “বিউটিকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। তাঁর পরিবারের সদস্যরা কথা বলার প্রস্তাব দিলে বিউটি তাঁর মাসির বাড়ির ঠিকানা দেন। কিন্তু দুই পরিবারের মুখোমুখি দেখা হয়নি। সামনাসামনি দেখা না হওয়ায় ফোনেই বিয়ের দিন ঠিক হয়।”

রবিবার বিয়ের জন্য নয়নকে কাটোয়ো আসতে বলেন বিউটি। বিয়ের সাজে বন্ধুদের নিয়ে কাটোয়া ফেরিঘাটে এসে উপস্থিত হন নয়ন। তারপর থেকে তিনি আর বিউটির সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ। দীর্ঘক্ষণ যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই থানায় ছোটেন নয়ন।

পুলিশের তদন্ত:

নয়নের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, বিউটি বা তাঁর পরিবারের কেউ হয়তো এই ঘটনা ঘটিয়েছেন। তবে, এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

বিয়ের অনুষ্ঠান বাতিল:

কনের অভাবে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। বরপক্ষের লোকজন খুবই হতাশ। তারা এখন কনেকে খুঁজে বের করার আশা করছে।

এই ঘটনাটি একটি বিরল ঘটনা। তবে, এটি থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে, বিয়ের আগে ভালো করে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।