BigNews: ফের বিচারপতি সিনহার স্বামীকে CID -র তলব, দেওয়া হলো মোবাইল জমা দেয়ার নির্দেশ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সম্পত্তি বিবাদ মামলায় তদন্তের চাপ বাড়ছে। এক মাসে তৃতীয়বার তাঁকে তলব করেছে রাজ্য সিআইডি। সোমবার তাঁকে ফোন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত চলছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মামলায় বিচারপতির আইনজীবী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক বিধবা মহিলা ও তাঁর কন্যা। ক্ষমতার অপব্যবহার করে একটি জমি সংক্রান্ত মামলায় অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগ ছিল বিচারপতির স্বামীর বিরুদ্ধে।

১ ডিসেম্বরও সিআইডি দফতরের তাঁকে ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তাঁকে ২২ ডিসেম্বর ফের তলব করা হয়েছে। সোমবার তাঁকে ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিআইডি সূত্রে খবর, এই মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালত সিআইডিকে এই মামলার তদন্ত করতে বললেও কোনও বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। রাজ্যের তদন্তকারী সংস্থাকে ‘ভয়ডরহীন’ হয়ে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ।

বিচারপতির এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে। তার মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতির মামলা। সেই মামলার তদন্তে নাম জড়ায় লিপস অ্যান্ড বাউন্ডসের। এই সংস্থার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি তাঁর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। শুক্রবার মুখবন্ধ খামে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে ইডি।

চলতি বছর পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় বিচারপতি সিনহার এজলাসে। একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনিক আধিকারিকদের ভর্ৎসনা করেছিলেন বিচারপতি। বিভিন্ন ক্ষেত্রে সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও তাঁকে প্রশ্ন তুলতে দেখা যায়।

এখন বিচারপতির স্বামী সোমবার রাজ্যের আওতাধীন তদন্তকারী সংস্থার কাছে ফোন জমা দেন কি না, সেদিকেই তাকিয়ে সকলে।