SPORTS: জন্মদিনের দিন করলেন বাজিমাত,T-20 তে 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন কুলদীপ

ভারতীয় স্পিনার কুলদীপ যাদব তার ২৯তম জন্মদিনটা ২২ গজেই দারুণ ভাবে সেলিব্রেট করলেন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি একাই ৫ উইকেট নিয়ে ভারতকে ১০৬ রানের বিশাল ব্যবধানে জিততে সাহায্য করেন।
প্রথম ইনিংসে ব্যাট হাতে সূর্যকুমার যাদবের দুরন্ত সেঞ্চুরিতে ভারত ২০১ রান করে। দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদবের দাপটে দক্ষিণ আফ্রিকা ১০০ রানও করতে পারেনি। ৯৫ রানে অলআউট হয়ে যায় তারা।
কুলদীপ ২.৫ ওভার বল করে ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ইকোনমি রেট ৬.০০। তিনিই প্রথম বোলার যিনি জন্মদিনে পুরুষদের টি-টোয়েন্টিতে ৫ উইকেট তুলেছেন।
এর আগে ২০২১ সালে জন্মদিনের দিন ভারতের বিরুদ্ধে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। সেটাই ছিল এত দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনও বোলারের সেরা পরিসংখ্যান।
বৃহস্পতিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত সূর্যের শতরানের পাশাপাশি যশস্বী জয়সওয়ালের ৬০ রানের ওপর ভর করে ২০১ রান করে। রান তাড়া করতে নেমে কুলদীপের ৫ উইকেটের পাশাপাশি রবীন্দ্র জাদেজার ২ উইকেটের হাত ধরে ৯৫ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ম্যাচ পকেটে পুড়ে ফেলে টিম ইন্ডিয়া।