লোকসভায় ‘ধোয়া কাণ্ডের’ মাস্টারমাইন্ড ললিতের সঙ্গে TMC নেতা! সরব হলেন BJP

গত ২২ জুলাই লোকসভায় রং ছড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ললিত ঝার সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের একটি ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবিটিকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে লিখেছেন, “গণতন্ত্রের মন্দিরে হামলার ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝার সঙ্গে তৃণমূলের তাপস রায়ের দীর্ঘদিন যোগাযোগ ছিল। এই প্রমাণই কি নেতার যোগসাজশের তদন্তের জন্য যথেষ্ট নয়?”
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও বলেন, “তৃণমূলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে দেখা গিয়েছে লোকসভার ঘটনায় মাস্টারমাইন্ড ললিতকে। এটা অত্যন্ত দুঃখের বিষয়।”
তবে তাপস রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই নিয়ে টুইট করে কিছু হবে না। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি রয়েছে। তারা তদন্ত করে প্রমাণ করুক। সিবিআই, এনআইএ রয়েছে। যদি চায় সেক্ষেত্রে তারা রাজ্য গোয়েন্দা সংস্থার সাহায্যও নিতে পারে। এই সমস্ত অভিযোগ-ঘনিষ্ঠতা চাইলে বার করুক। প্রমাণ করতে পারলে সাজা হোক।”
Lalit Jha, the mastermind of the attack on our Temple of Democracy, had been in close association with TMC’s Tapas Roy for a long time… Isn’t this proof enough for investigation into the connivance of the leader? @AITCofficial @TapasRoyAITC @abhishekaitc #shameontmc pic.twitter.com/1PIVnnbGx9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 14, 2023
তিনি আরও বলেন, “আমরা পাবলিক লাইফে রয়েছি। অনেকেই আমাদের সঙ্গে ছবি তোলেন। শুনেছি ওটা নাকি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তা তোলা। আমি তাকে নামে বা চেহারা দিয়ে চিনি না।”
এই ছবিটি কবে তোলা এবং তা আসল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে তাপস রায় বলেন, তিনি সেই সময় কলকাতায় ছিলেন না। তিনি ছিলেন রাজ্যের অন্য একটি জেলায়।
এই আক্রমণ এবং পালটা আক্রমণে রীতিমতো তুলকালাম পড়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।