Lok Sabha: ২৪-এ খেলা ঘোরাবে I.N.D.I.A নাকি MODI-তেই আস্থা জনগণের? জিতবে কে? কি বলছে সমীক্ষা?

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তিন রাজ্যেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। হিন্দি বলয়ে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। ছত্তিশগড়, রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে জয়ধ্বজা উড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। তেলঙ্গানাতেই একমাত্র মান রক্ষা করতে পেরেছে কংগ্রেস।
এই ফলাফলের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের টার্গেট সেট করে দিল বিজেপি। সামনেই লোকসভা নির্বাচন। এবার লোকসভা নির্বাচন পাখির চোখ করে এগোতে চাই গেরুয়া শিবির। তবে বিধানসভা ভোটে কংগ্রেস সেভাবে মানুষের মনে দাগ না কাটতে পারলেও লোকসভা ভোট জোট বেঁধে মাত দিতে চাইবে হাত শিবির।
হিন্দি বলয়ের বিধানসভার ফলাফল দেখলেই বোঝা যায় সেরাজ্যগুলিতে মোদী ম্যাজিক স্পষ্ট। মোদীতেই ভরসা সেরাজ্যগুলির বাসিন্দাদের। তবে বিধানসভা ও লোকসভা ভোটের ফলাফলের ক্ষেত্রে আকাশ-পাতাল পার্থক্য হয়েছে এমন উদাহরণও হয়েছে। এখন প্রশ্নটা হল ২৪-এ আরও একবার মোদী সরকার? নাকি ইন্ডিয়া জোটে ভরসা করবে মানুষ?
সমীক্ষায় NDA এগিয়ে
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষা অনুযায়ী এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন NDA এগিয়ে থাকবে।
সমীক্ষা অনুযায়ী মোট ৫৪৩টি আসনের মধ্যে NDA পেতে পারে ৩২৩টি আসন। ইন্ডিয়া জোট জিততে পারে ১৬৩টি আসন। অন্যান্য প্রার্থীরা পেতে পারে ৫৭টি আসন।
রাজ্যভিত্তিক ফলাফল
রাজস্থানে NDA ২৪-২৫ আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ০-১টি আসন। খাতা খুলতে পারবে না অন্যরা। বিজেপির ভোটের ঝুলিতে থাকতে ৫৫ শতাংশ ভোট, ইন্ডিয়া জোটের ঝুলিতে থাকতে পারে ৩৬ শতাংশ ভোট। অন্যান্যদের প্রাপ্ত ভোট শতাংশের হিসাবে নাও আসতে পারে।
ছত্তিশগড়ে বিজেপি সেখানে ১০ থেকে ২২টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য় থেকে একটি আসন। বিজেপির প্রাপ্ত ভোট ৫১ শতাংশ হতে পারে। ইন্ডিয়া জোটের প্রাপ্ত ভোট হতে পারে ৪৪ শতাংশ, অন্যদের পাঁচ শতাংশ।
তেলঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি (BRS) পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। NDA পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৮-১০টি আসন। BRS-এর ভোট শেয়ার হতে পারে ৩২ শতাংশ, NDA-এর প্রাপ্ত ভোট হতে পারে ২৪ শতাংশ ও ইন্ডিয়া জোটের প্রাপ্ত ভোট হতে পারে ৩৭ শতাংশ।
সমীক্ষার ত্রুটি
তবে এই সমীক্ষায় কিছু ত্রুটিও রয়েছে। প্রথমত, এই সমীক্ষাটি করা হয়েছে নির্বাচনের আগে। তাই নির্বাচনের প্রভাব এই সমীক্ষায় প্রতিফলিত হয়নি। দ্বিতীয়ত, এই সমীক্ষাটি করা হয়েছে একটি নির্দিষ্ট সময়ে। তাই ভোটের সময় পরিস্থিতির পরিবর্তনের কারণে এই সমীক্ষার ফলাফলের পরিবর্তন হতে পারে।