হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন, চাঞ্চল্য গোটা হাসপাতালে

ভারতের বিশাখাপত্তনমের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনডিটিভি জানিয়েছে, বিশাখাপত্তনমের জগদম্বা জংশনের সিন্ধু হাসপাতালের অপারেশন থিয়েটারে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বিল্ডিং থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং কমপক্ষে তিনটি তলা ধোঁয়ায় ঢেকে যায়।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার এ রবি শঙ্কর বলেছেন, সকাল ১১টার দিকে একটি অপারেশন থিয়েটারে আগুনের সূত্রপাত হয়। তবে ঐ সময় থিয়েটারের ভেতরে কোনো চিকিৎসা চলছিল না। হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে অগ্নিনির্বাপক দল এবং পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরো জানান, ঘটনার পর ৫৭ জন রোগীকে হাসপাতালের বাইরে স্থানান্তরিত করা হয়েছে। বেশিরভাগ রোগীকে কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট বা নাইট্রাস অক্সাইড লিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।