ব্রিটেনের রেলস্টাফ পুরস্কার পেলো ভারতীয় তরুণী, নতুন নজির মারাঠি ডেটা সায়েন্টিস্টের

ভারতের জলগাঁওয়ে জন্মগ্রহণকারী স্মিতল ঢাকে মাত্র ১৮ মাসের মধ্যে ব্রিটেনের রেলস্টাফ অ্যাওয়ার্ডের “নিউকামার অফ দ্য ইয়ার” বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন। অ্যালস্টম কোম্পানির প্রথম এবং একমাত্র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি।
স্মিতলের কাজের ক্ষেত্র মূলত ইউকে রেলের সিগন্যালিং সিস্টেম। সম্প্রতি সে দেশের রেল যোগাযোগে যে অত্যাধুনিক মডিউলার অ্যাডভান্সড রুট সেটিং চালু হয়েছে, তার পিছনে স্মিতলের অবদানই সবচেয়ে বেশি। এই প্রকল্পে তিনি ডেটা সায়েন্টিফিক অ্যানালাইসিস ব্যবহার করে সিগন্যালিং সিস্টেমে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছেন।
জলগাঁওয়ে স্কুল-কলেজ শেষ করে স্মিতল ইংল্যান্ডের ওয়াটফোর্ট গ্রামার স্কুলে পড়াশোনা করেন। পরে লন্ডনের কিংস কলেজ থেকে রোবোটিক্সে এমএস করেন। মাস্টার্সে ডিস্টিংশনের পাশাপাশি পড়াশোনা চলাকালীন “ডিউক অফ এডিনবরা” পুরস্কারও পান তিনি।
স্মিতল বলেন, “আমার দাদু-ঠাকুমার কাছ থেকেই কাজের প্রতি ভালোবাসা এবং আরও ভালো কাজ করার তাগিদ পেয়েছি।”
অ্যালস্টমের ডিজাইন গ্রুপ ম্যানেজার মিফাজ় মিফতা বলেন, “স্মিতল একজন অত্যন্ত ফাস্ট লার্নার। কাজের ক্ষেত্রে নতুন নতুন ইনোভেশনের প্রতি তাঁর আগ্রহও উল্লেখ করার মতো।”
স্মিতলের এই সাফল্য ভারতের জন্য গর্বের। তিনি প্রমাণ করেছেন যে, ভারতীয়দের মেধা ও দক্ষতা বিশ্বের যেকোনো জায়গায় সফল হতে পারে।