“এত সম্পত্তি ২০১৪-র পরে কী ভাবে?”-অভিষেকের নথি দেখে প্রশ্ন বিচারপতি সিনহার

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে প্রশ্ন তুলেছেন। বিচারপতি সিনহা জানতে চান, ২০১৪ সালের পর থেকে অভিষেকের সম্পত্তির পরিমাণ কেন এত বেড়েছে? এই সম্পত্তি কেনার উৎস কী?
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন। সেই খতিয়ান দেখে বিচারপতি সিনহা সন্তুষ্ট নন। তিনি ইডি-কে নির্দেশ দেন, অভিষেকের সম্পত্তির যাচাইয়ের জন্য তদন্ত করতে হবে।
বিচারপতি সিনহা বলেন, “২০১৪ সালের পর থেকে অভিষেকের সম্পত্তির পরিমাণ কেন এত বেড়েছে? এই সম্পত্তি কেনার উৎস কী? এসব ব্যাপারে তদন্ত করতে হবে।”
বিচারপতি সিনহা আরও বলেন, “নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেকের সম্পত্তির সঙ্গে কোনও যোগসূত্র আছে কিনা, তাও তদন্ত করতে হবে।”
ইডির আইনজীবী আদালতে জানান, তারা ইতিমধ্যে অভিষেকের সম্পত্তির যাচাইয়ের জন্য তদন্ত শুরু করেছেন। তারা আগামী বৃহস্পতিবার আদালতে একটি প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, “অভিষেক একজন সাংসদ, কিন্তু তার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এটা অস্বাভাবিক।”