বচসার জেরে ছুরি হামলা, গুরুতর আহত মহিলা

হিন্দমোটর স্টেশনে মঙ্গলবার সকালে এক নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে প্ল্যাটফর্মে তিন মহিলা বচসা করছিলেন। বচসা চরম আকার ধারণ করলে এক মহিলা অন্য মহিলাকে ছুরি দিয়ে আঘাত করেন। আহত মহিলার নাম রীমা সিং। তিনি কুন্তিঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আহত রীমা সিং ট্রেনে উঠতে যাচ্ছিলেন। সেই সময় তিন মহিলা তার সঙ্গে বচসা শুরু করেন। বচসার এক পর্যায়ে এক মহিলা তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরির আঘাতে রীমা সিংয়ের কান ও মুখে জখম হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রীমা সিংকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মহিলাকেও আটক করা হয়।
এই ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রা শুরুর আগেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সাধারণ যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানায়, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।