বিশেষ: বাড়িতে ফোন করার জন্য ছিল না টাকা, আজ Google CEO সুন্দর পিচাইয়ের বেতন কত জানেন?

1972 সালের 12 জুলাই ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে জন্মগ্রহণ করেন সুন্দর পিচাই। তাঁর বাবা রেগুনাথ পিচাই ব্রিটিশ সংস্থা জিইসি-তে চাকরি করতেন। কিন্তু বেতন কম হওয়ায় পিচাইদের দু’কামরার ঘরে থাকতে হত।

ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন পিচাই। ক্লাসে সবসময় প্রথম হন তিনি। মাত্র 17 বছর বয়সে আইআইটি প্রবেশিকায় উত্তীর্ণ হন তিনি। ভর্তি হন আইআইটি খড়গপুরে। ইঞ্জিনিয়ারিং ব্যাচের টপার ছিলেন পিচাই।

দ্বিতীয় অধ্যায়: আইবিএম ও গুগল

আইআইটি খড়গপুর থেকে স্নাতক হওয়ার পর পিচাই উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতকোত্তর শেষ করার পর যোগ দেন আইবিএম-এ। সেখানে তিনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেন।

2004 সালে পিচাই যোগ দেন গুগলে। গুগলে যোগ দেওয়ার পর তিনি দ্রুতই উন্নতি করতে থাকেন। 2008 সালে তিনি গুগলের সার্চ ইঞ্জিন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন।

2015 সালে পিচাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হন। তিনি গুগলের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানকে একত্রিত করে একটি বড় কোম্পানি গড়ে তোলেন।

গত বছর -এ বেতন বাবদ পিচাই হাতে পেয়েছিলেন 226 মিলিয়ান ডলার। ভারতীয় টাকায় হিসেবে দেখতে গেলে দৈনিক 5 কোটি টাকার বেশি আয় করেছেন তিনি।

তৃতীয় অধ্যায়: সাফল্যের রহস্য

সুন্দর পিচাই একজন মেধাবী ও পরিশ্রমী মানুষ। তিনি কখনই হতাশ হননি। প্রতিকূলতা তাকে আরও বেশি উৎসাহিত করেছে।

পিচাই একজন দক্ষ নেতা। তিনি তাঁর অধীনস্থ কর্মীদের প্রতি যত্নশীল। তিনি সবসময় তাঁর কর্মীদের উন্নতির জন্য কাজ করেন।

পিচাই একজন দূরদর্শী উদ্যোক্তা। তিনি সবসময় নতুন প্রযুক্তির দিকে নজর রাখেন। তিনি গুগলকে একটি শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

সুন্দর পিচাই একজন অনুপ্রেরণার উৎস। তিনি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার সাফল্যের গল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে।