SPORTS: ৩৩৩ জনের মধ্যে মাত্র ৩! এবারের IPL নিলামে এ কী অবস্থা বাংলাদেশের?

বাংলাদেশের ক্রিকেটাররা সবসময়ই IPL-এ খেলার স্বপ্ন দেখে। গত IPL-এ তিনজন বাংলাদেশি খেলেছিলেন। এবারও তিনজন বাংলাদেশি খেলার সুযোগ পেয়েছেন। তবে তাদের মধ্যে থেকে একজনও নিশ্চিতভাবে খেলতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় রয়েছে।
গত IPL-এ বাংলাদেশের সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান খেলেছিলেন। তবে তারা তিনজনই মাঝপথে তাদের দল ছেড়ে দিয়েছিলেন। কারণ, সেই সময় বাংলাদেশের জাতীয় দলের জন্য বেশ কয়েকটি সিরিজ ছিল।
নতুন বছরের নিলামে সাকিব আল হাসান ও লিটন দাস নাম লেখাননি। ফলে শুধু মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সুযোগ রয়েছে।
তবে এবার IPL-এ ৩৩৩ জন প্লেয়ার নিলামে উঠবেন। এর মধ্যে ভারতীয় প্লেয়ারের জন্য ৭৭টি আসন রয়েছে। বিদেশি প্লেয়ারের জন্য রয়েছে ৩০টি আসন। ফলে বাংলাদেশের তিনজন প্লেয়ারের সুযোগ পেতে হলে তাদেরকে ভারতীয় প্লেয়ারদের সাথে প্রতিযোগিতা করতে হবে।
এবার IPL-এ অস্ট্রেলিয়ার একাধিক প্লেয়ার নাম লিখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ট্রাভিস হেড, কাইল কোয়েৎজ, হ্যারি ব্রুক ও মুজিব উর রহমান। এছাড়াও আরও বেশ কয়েকজন দক্ষ বিদেশি প্লেয়ার রয়েছেন।
এই পরিস্থিতিতে বাংলাদেশের তিন প্লেয়ারের সুযোগ পেতে হলে তাদেরকে নিজেদের সেরাটা প্রদর্শন করতে হবে।
বাংলাদেশের তিন পেসারের IPL-এ সুযোগ কতটা সেটা নিয়ে এখনই কিছু বলা মুশকিল। তবে তারা যদি নিজেদের সেরাটা প্রদর্শন করতে পারে, তাহলে তাদের সুযোগ থাকবে।