OMG! ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলো যাত্রীদের প্রাণ

ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ আরোহী আহত হয়েছেন। তবে গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রোববার রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

জাতীয় ট্রেন অপারেটর ট্রেনইটালিয়ার এক মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, আহতরা ‘সামান্য আঘাত’ পেয়েছেন, বেশিরভাগই কাঁটাছেঁড়ার মতো ক্ষত। তিনি জানান, এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে উচ্চগতির ট্রেনের মাথা দুমড়েমুচড়ে গেলেও আঞ্চলিক ট্রেনটি অক্ষত রয়েছে।

ঘটনাটির ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি।